আলীকদমে কারিতাসের উপকারভোগীদের নগদ অর্থ বিতরণ

Published: 16 Oct 2014   Thursday   

বৃহস্পতিবার কারিতাসের খাদ্য নিরাপত্তা প্রকল্পের গোবর সার সংগ্রহ ও জমি প্রস্তুতের জন্য  ৭০ জন কৃষকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।পান বাজার টাউন হলে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম।  উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রো, কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মো. নেছারুল আলম খান ও মাঠ কর্মকর্তা রতন জ্যোতি চাকমা। এ প্রকল্পের কর্মসূচীর আওতায় কারিতাস অতি দরিদ্র ৭০ কৃষক ও উপকারভোগী সবজি চাষীদের মাঝে ৩১ হাজার ৫শ’ টাকা নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত