পানছড়িতে বিজু,বৈসক সাক্রাইং,বিষু উৎসব এর র‌্যালি

Published: 12 Apr 2016   Tuesday   

মঙ্গলবার খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়িদের প্রাণের উৎসব বিজু,বৈসক সাক্রাইং,বিষু উৎসব এর  র‌্যালি বের করা হয়।

 

উপজেলার মধু মঙ্গল পাড়াবাসীর উদ্যোগে র‌্যালিটি মধু মঙ্গল পাড়া থেকে শুরু হয়ে মুনিপুর, পূজগাং বাজারসহ প্রায় তিন কিলোমিটার প্রদক্ষিণ করে মধুমঙ্গল পাড়ায়  গিয়ে শেষ হয়।  র‌্যালির উদ্বোধন করেন মধু মঙ্গল পাড়ার প্রধান শান্তি কার্বারী। র‌্যালিতে উপজেলার শতশত গ্রামবাসী অংশ গ্রহণ করে।

 

স্থানীয় যুবক রুবেল চাকমা, আনন্দ চাকমা, এডিশন চাকমা ও চিজি মুনি চাকমা বলেন-জুম্মজাতির ঐতিহ্যবাহী খেলাধুলা, সংস্কৃতি সংরক্ষণ ও চর্চা রাখার জন্য গ্রামবাসীর এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য গ্রামে একটি জুম ঘর তোলা হয়েছে।

 

জুমঘরের পাশে দিনব্যাপি এতিহ্যবাহী খেলাধুলাসহ বনভোজনের আয়োজন করা হয়েছে। এছাড়াও উপজেলার টিএনটিবাসী ও মার্মাদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত