লামার রূপসীপাড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন বিদ্রোহী প্রার্থী

Published: 12 Apr 2016   Tuesday   

লামা উপজেলার ৬নং রূপসীপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ছাচিং প্রু মার্মাকে সর্মথন  জানিয়ে লামা উপজেলা যুবলীগের সহসভাপতি বিশ্বজিৎ বড়ুয়া নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিয়েছেন।

 

লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি  আলহাজ মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সোমবার রাত সাড়ে নয়টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

 

রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে বিশ্বজিৎ বড়–য়া চশমা প্রতিক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি ও লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আল্হাজ মোহাম্ম ইসমাইল এর মধ্যস্থতায় ১১ এপ্রিল নিজের সর্মথিত লোকজন নিয়ে লামা উপজেলা আওয়ামীলীগ অফিসে নৌকার পক্ষে কাজ করার এবং ভোট দেয়ার ঘোষনা দেন।

 

এর পূর্বে আওয়ামীলীগের আরেক বিদ্রোহী প্রার্থী রূপসীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ সহিদ মেম্বার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। বর্তমানে রূপসীপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ছাচিং প্রু মার্মা বিদ্রোহী প্রার্থী মুক্ত হলেন। তৃতীয় দপের ইউপি নির্বাচনে আগামী ২৩ এপ্রিল রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে  আওয়ামীলীগ, বিএনপি, জাপা ও স্বতন্ত্র থেকে একজন করে প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

 

 চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ বড়ুয়া জানান, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল ও ত্বরান্নিত করার জন্য বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ছাচিং প্রু মার্মাকে (নৌকা প্রতীক) তিনি আনুষ্ঠানিক ভাবে সর্মথন করেছেন

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত