প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক ও বিষু উপলক্ষে রাঙামাটিতে গুনী ব্যক্তিদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) এর আয়োজনে রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাক‘র সভাপতি এ্যাডভোকেট মিহির বরণ চাকমা। সন্মানিত অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী ও বাংলাদেশ জাতীয় মানবধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান। স্বাগত বক্তব্যে রাখেন জাক’এর সাধারন সম্পাদক তরুন চাকমা।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামে সংস্কৃতিতে অবদান রাখায় মহেন্দ্র লাল ত্রিপুরা, প্রীতিশ কান্তি দেওয়ান ও মনোজ বাহাদুর গুর্খাকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। পরে জাক’র শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.