ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া শেষ হয়েছে। বৃহষ্পতিবার সকাল দশ’টা থেকে রিটানিং কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বুঝিয়ে দেন। যেখানে একের অধিক প্রার্থী তাদের পছন্দনীয় প্রতীক বরাদ্ধ চেয়েছিল তাদের লটারির মাধ্যমে বরাদ্ধ দেওয়া হয়।
পানছড়ি নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫টি ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছে ২৬ জন। এদের মাঝে ১নং লোগাং ইউপিতে মিলন সাহা (নৌকা), জয়কুমার চাকমা (মোটর সাইকেল), প্রত্যুত্তর চাকমা (অটোরিক্সা), জগদীশ চাকমা (চশমা), মুনিন্দ্র লাল ত্রিপুরা (আনারস)। ২নং চেংগী ইউপিতে সাধন চন্দ্র চাকমাকে (নৌকা), পূর্ণচন্দ্র চাকমা (ঘোড়া), কনক বরণ চাকমা (চশমা), কালাচাদ চাকমা (টেবিল ফ্যান), নব কুমার চাকমা (আনারস), উষা কান্তি চাকমা (অটোরিক্সা), গনেন্দ্র ত্রিপুরা (ঢোল)। ৩নং পানছড়ি ইউপিতে নাজির হোসেন (নৌকা), সিন্ধু কুমার চাকম া(ঘোড়া), প্রিয়ংকর চাকমা(মোটর সাইকেল), ক্যাজরী মারমা (আনারস), আফজল মিয়া (চশমা)। ৪নং লতিবানে কিরণ ত্রিপুরা (নৌকা), শান্তি জীবন চাকমা (আনারস), বিমলেন্দু চাকমা (চশমা), অক্ষয় ত্রিপুরা (ধানের শীষ)। ৫নং উল্টাছড়ি ইউপিতে মো: আহির উদ্দিন (নৌকা), আবু তাহের (চশমা), বিজয় চাকমা (আনারস), রিপন ত্রিপুরা (ধানের শীষ), সাইফুল ইসলাম (লাঙ্গল)।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.