লামায় বিএনপি`র চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আওয়ামীলীগ প্রার্থীর জিডি

Published: 06 Apr 2016   Wednesday   

লামা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফাঁসিয়াখালী ইউনিয়নে বিএনপি’র মনোনিত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন মজুমদারের বিরুদ্ধে ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী খায়রুল বশরের পক্ষে তার ছেলে লামা থানায় একটি জিডি করেছেন।

 

লামা থানা উপ-পরিদর্শক জাহেদ নুর সাধারণ ডায়রীর তদন্তের অনুমোতি চেয়ে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বুধবার আবেদন করেছেন। তবে বিএনপি’র মনোনিত প্রার্থী জাকের হোসেন মজুমদার পাল্টা অভিযোগ করে বলেছেন, ভোটের ফলাফল নিজের অনুকুলে আনতে ও নির্বাচনী সুষ্ঠ পরিবেশকে ধ্বংস করে নির্বাচন কমিশন এবং আইন শৃংখলা বাহিনীকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন করার জন্য আওয়ামীলীগ মনোনিত প্রার্থী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

 

লামা থানার  উপ-পরিদর্শক জাহেদ নুর জানিয়েছেন,লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের  কাঠাল ছড়া এলাকার ভোটারদের বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার গত শুক্রবার হুমকি দিয়ে বলেছেন, “নৌকা মার্কায় ভোট দিলে গুলি করে হত্যা করা হবে, মারধর করা হবে, বাড়ী ঘরে আগুন দিয়ে জালিয়ে দেয়া হবে” । এমন  অভিযোগ এনে সোমবার আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী খায়রুল বশরের ছেলে মোঃ মামুনর রশিদ লামা থানায় একটি জিডি দায়ের করেন। লামা থানার জিডি নং -১১৯৬, তারিখ-৪ ,এপ্রিল ১৬। জিডি দায়েরের পর লামা থানা উপ-পরিদর্শক জাহেদ নুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রসিকিউশন দায়েরের জন্য আদালতের অনুমোতির আবেদন করেছেন।

 

চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন মজুমদার বলেছেন, আওয়ামীলীগ প্রার্থী পরিকল্পিতভাবে মিথ্যাচার করছেন। নিজেরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে উল্টো তার বিরুদ্ধে জিডি করেছেন। তার সমর্থিত ভোটারদের চিহ্নিত করে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।  তার সমর্থিত ভোটরদের পুলিশ দিয়ে হয়রানী এবং নাজেহাল করে নির্বাচনে বিশেষ সুবিধা হাসিলের জন্য জিডি দিয়ে হয়রানি করা হচ্ছে।

 

রির্টানিং অফিসার মোঃ আনোয়ার কামাল জানিয়েছেন, কোন প্রার্থীকে কেউ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তার জানানেই। আগামী ২৩ এপ্রিল লামা উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

 

এ ব্যাপারে লামা থানার  অফিসার ইনচার্জ ইকবাল হোসেন এর সাথে যোগাযোগ করা হরে তিনি বলেন, জিডির বিষয়ে তদন্ত পূর্বক আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত