আত্মকর্মসংস্থান লক্ষ্যে মগবানের দীঘলছড়ি গ্রামের হতদরিদ্র ১০১ পরিবারকে অর্থ সহায়তা গ্রীণ হীলের

Published: 23 Oct 2014   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি উপজেলা সদরের মগবান ইউনিয়নের দীঘলছড়ি গ্রামে হতদরিদ্র ১০১ পরিবারের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৫ লক্ষ ৭২ হাজার ৫ শত টাকার সহায়তা দেয়া হয়েছে। বাংলাদেশ সরকার , ইউকে এইড ও সিড়ি.র সহায়তায় শৈলী প্রকল্পের আওতায় স্থানীয় বেরকারী উন্নয়ন সংস্থা গ্রীণ হীল এ অর্থ দেয়।মগবান ইউনিয়নের দীঘলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আনুষ্ঠানিকভাবে হতদরিদ্রদের মাঝে রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা ও গ্রীণ হীলের চেয়ারপারসন টুকু তালুকদার অর্থ সহায়তা তুলে দেন। মগবান ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এ সময় গ্রীণ হীলের নির্বাহী পরিচালক মং থোয়াই চিং মারমা, প্রকল্প পরিচালক যতন চাকমা , প্রোগ্রাম অফিসার মং সানু মারমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মগবানের  দীঘল ছড়ি, মরংছড়ি ও দেবাছড়ি গ্রামের ১০১ পরিবারের মাঝে এ নগদ অর্থ দেয়া হয়।বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীণ হীলের নগদ অর্থ সহায়তা তুলে দিয়ে রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা সুফল ভোগীদের প্রাপ্ত অর্থসহায়তা যথাযথ ভাবে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নে প্রচেষ্টা চালানোর আহবান জানান।উল্লেখ্য  হতদরিদ্র  পরিবারের মধ্যে দেয়া অর্থ সহায়তা আর ফেরত দিতে হবেনা। শীত, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে  মওসুম সব্জী আবাদ , হাস মুরগী . ছাগলও শুকর পালন. স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার ও ছেলে মেয়েদের লেখার পড়ার খরচ চালানোর অংশ হিসাবে প্রত্যেক পরিবার কে সর্বোচ্ছ ৭ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়।  আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মগবান ইউনিয়নের আরো হতদরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত