লামায় আওয়ামীলীগের এক চেয়ারম্যান প্রার্থীর ৯৯ লক্ষ ৭ হাজার ১০৩ টাকার ঋণ খেলাপী !

Published: 29 Mar 2016   Tuesday   

বান্দরবানের লামা ইউপি নির্বাচনে বিভিন্ন ব্যাংকের ঋণ খেলাপীদের তথ্য গোপন করে প্রার্থীকে বৈধ করার অভিযোগ উঠেছে।


এদিকে প্রার্থীর থেকে ব্যক্তিগত সুবিধা নিয়ে খেলাপী ঋণের বিষয় এড়িয়ে যাচ্ছে ব্যাংক কর্মকর্তারা এমন অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে। মঙ্গলবার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রার্থী যাচাই-বাচাই-এ লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী মোঃ খাইরুল বাশারের নামে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ (বিডিবিএল) কক্সবাজার শাখার ৯৯ লক্ষ ৭ হাজার ১০৩ টাকা ব্যাংক ঋণের তথ্য গোপন করে তাকে বৈধ করার অভিযোগ উঠেছে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক লামা শাখায়ও খেলাপী ঋণ আছে বলে জানা যায়।


জানা যায়, মঙ্গলবার আসন্ন ইউপি নির্বাচনে বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাই হয়েছে। লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী মোঃ খাইরুল বাশারের নামে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ (বিডিবিএল) কক্সবাজার শাখার ও বাংলাদেশ কৃষি ব্যাংক লামা শাখায় খেলাপী ঋণ আছে। বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ অফিসিয়াল পত্র দিয়ে ফাঁসিয়াখালী ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও লামা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ারুল ইসলামকে জানান। অজ্ঞাত কারণে উক্ত রিটার্নিং অফিসার ঋণের বিষয়টি গোপন করে তার প্রার্থীতা বৈধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


ফাঁসিয়াখালী ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও লামা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, প্রার্থীদের খেলাপী ঋণের তথ্য সাংবাদিকদের দেয়া যাবে না।


একইভাবে খেলাপী ঋণের তথ্য নিতে লামা কৃষি ব্যাংকে গেলে ম্যানাজার মোঃ তৌহিদ বলেন, উর্দ্ধতন কর্মকর্তার অনুমতি ছাড়া তথ্য দেয়া যাবেনা বলে জানান।


এ ব্যপারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ (বিডিবিএল) কক্সবাজার শাখার ব্যবস্থাপক লিটন চন্দ্র মজুমদার জানান,লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী মোঃ খাইরুল বাশারের নামে অত্র ব্যাংকে ৯৯ লক্ষ ৭ হাজার ১০৩ টাকা ২১ পয়সা ঋণ বকেয়া রয়েছে। বিষয়টি তিনি পত্র দিয়ে রিটার্নিং অফিসারকে জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত