জুরাছড়িতে চার ইউনিয়নে ১২১জন মনোনয়ন মনোনয়ন পত্র দাখিল চেয়ারম্যান ও সাধারন সদস্য পদে ৩ নারীর মূখ

Published: 28 Mar 2016   Monday   

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় চার ইউনিয়নে ১২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।  এর মধ্যে জুরাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ও সাধারণ ২৯ জন, বনযোগীছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ও সাধারণ ২২ জন, মৈদং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ও সাধারণ ৩২ জন এবং দুমদুম্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ও সাধারণ ২৬ জন রোববার মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

এছাড়া জুরাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১জন ও একই ইউনিয়নের ৩ ও ৯ নং সাধারণ সদস্য পদে ২জন নারী মনোনয়নপত্র জমার বিষয়টি সহকারী রিটানিং কর্মকর্তাগণ নিশ্চিত করেছেন।

 

জুরাছড়ি উপজেলার চার ইউনিয়নের মনোনয়নপত্র দাখিল শেষ দিনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১২ জন জমা দিয়েছেন। তারা হলেন, ১নং জুরাছড়ি ইউনিয়নের ক্যানন চাকমা (স্বতন্ত্র), মিতা চাকমা (স্বতন্ত্র), জাপানী বিজয় দেওয়ান (স্বতন্ত্র)। ২নং বনযোগীছড়া ইউনিয়নের সন্তোষ বিকাশ চাকমা (স্বতন্ত্র), বিনোদ কুমার চাকমা (স্বতন্ত্র), সুরেশ কান্তি চাকমা (স্বতন্ত্র)। মৈদং ইউনিয়নের মঙ্গল কুমার চাকমা (স্বতন্ত্র), সাধনা নন্দ চাকমা (স্বতন্ত্র), লাল বিহারী চাকমা (স্বতন্ত্র)। দুমদুম্যা ইউনিয়নের তরুন মনি চাকমা (স্বতন্ত্র), শান্তি রাজ চাকমা (স্বতন্ত্র), রাজিয়া চাকমা (স্বতন্ত্র)।


এদের মধ্যে জুরাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মিতা চাকমা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী ও মৈদং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লাল বিহারী চাকমা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁরা দলের গুরুত্বপূর্ন দায়িত্বে থাকার সত্বেও দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহন করছেন না। তবে এটি তাদের নির্বাচনী কৌশল বলে অনেকের ধারনা।


এদিকে জুরাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউনিয়নের সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউনিয়নের সাধনা নন্দ চাকমা এবং দুমদুম্যা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শান্তি রাজ চাকমাকে জনসংহতি সমিতি সমর্থন দিয়েছেন।


একাধিক সূত্রে জানা গেছে, দলীয় প্রতীকে নির্বাচন হলেও আওয়ামী লীগের দলীয় কর্মীরা দলীয় প্রতীকে মনোনয়নপত্র জমা দেননি। তবে বিএনপি থেকে কোন দলীয় প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত