পানছড়িতে ৫ ইউনিয়নে ২৩৮টি মনোনয়নপত্র দাখিল

Published: 27 Mar 2016   Sunday   

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নে ২৩৮টি মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩২জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫৭ জন, মেম্বার পদে ১৪৯ জন।

 

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক রোববার ছিল মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন। আগামী ২৯ ও ৩০ মার্চ মনোনয়নপত্র বাচাই এবং ৬এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।


১নং লোগাং ইউপি ও ২নং চেংগী ইউপি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা আলাউদ্দীন শেখ জানান, লোগাং ইউপিতে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১ জন, মেম্বার পদে ৩০ জন। চেংগী ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২ জন, মেম্বার পদে ২৭ জন।


৩নং পানছড়ি ও ৪নং লতিবান ইউপি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন জানান- ৩নং পানছড়ি ইউপিতে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২ জন, মেম্বার পদে ৩২ জন। ৪নং লতিবান ইউপিতে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৯ জন, মেম্বার পদে ৩০ জন।


৫নং উল্টাছড়ি ইউপি রির্টানিং কর্মকর্তা ও পশু সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান জানান,উল্টাছড়ি ইউপিতে চয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৩ জন, মেম্বার পদে ৩০জন মনোনয়ন জমা দিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত