কাউখালীতে আওয়ামীলীগ-৪, বিএনপি-৩, ইউপিডিএফ-২, জেএসএস-১ মনোনয়পত্র জমা দিয়েছেন

Published: 27 Mar 2016   Sunday   

আগামী ২৩ এপ্রিল কাউখালীর ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। রোববার শেষ দিনে চেয়ারম্যান পদে মনোয়ন পত্র জমা দিয়েছেন ১৫ জন। অবশ্য এই পদে জমা দেননি একজন। আর সংরক্ষিত নারী সদস্য পদে ৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৩২ জন। এছাড়া সাধারণ সদস্য পদে ১১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১০৬ জন প্রার্থী।

 

চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ১নম্বর বেতবুনিয়া ইউনিয়নে খইচাবাই তালুকদার (আওয়ামীলীগ), মোঃ শওকত হোছাইন (বিএনপি), সাজাইমং মারমা (বিএনপি বিদ্রোহী), জাকির হোসেন চৌধুরী (স্বতন্ত্র)। ২নম্বর ফটিকছড়ি ইউনিয়নে লাথোয়াই মারমা (আওয়ামীলীগ), বর্তমান চেয়ারম্যান ধনকুমার চাকমা (ইউপিডিএফ), উষাতন চাকমা (স্বতন্ত্র) তবে আগ্রহী প্রার্থী না পাওয়ায় বিএনপি প্রার্থী দিতে পারেনি। ৩নম্বর ঘাগড়া ইউনিয়েনে মোঃ বেলাল উদ্দিন (আওয়ামীলীগ), মোঃ খোরশেদ আলম (বিএনপি), শান্তিমনি চাকমা (জেএসএস), জগদিশ চাকমা (ইউপিডিএফ), জ্ঞানেন্দু বিকাশ খীসা (স্বতন্ত্র) প্রার্থী হয়েছেন। অবশ্য ঘাগড়া ইউনিয়নের সাবেক মেম্বার অংসুইপ্রু চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি। ৪ নম্বর কলমপতি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ক্যজাই মারমা (আওয়ামীলীগ), মোঃ জাহাঙ্গীর হোসেন (বিএনপি), উসুইমং মারমা (স্বতন্ত্র) রয়েছেন।


রিটার্নিং কর্মকর্তা পরিনয় চাকমা জানান, শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র বিতরণ ও জমা নেয়া হয়েছে। আগামী ২৯ ও ৩০ মার্চ মনোনয়নপত্র বাছাই চূড়ান্ত হবে।


সকাল থেকেই উপজেলা চত্তর ছিল উসবমূখর। মোড়ে মোড়ে মানুষের জটলা। উপজেলা সার্ভার স্টেশনে উপজেলার বেতবুনিয়া ও ফটিকছড়ি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র জমানেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা পরিনয় চাকমা। উপজেলা কৃষি অফিসে ঘাগড়া ও কলমপতি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা নেন উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম।


বেলা সোয়া বারটার দিকে একই কার্যালয়ে কৃষি অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী টানা কলমপতি ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ক্যজাই মারমা ও যুগ্নসম্পাদক মোঃ বেলাল উদ্দিন (ঘাগড়া)। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরশাদ সরকার, কলমপতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন লিডার, যুবলীগ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জানান, কাউখালী উপজেলা আওয়ামীলীগের ভোটব  ব্যাংক হিসেবে সুখ্যাতি রয়েছে। চারটি ইউনিয়নেই দলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। আশাকরি জয়ের এধারা অব্যাহত থাকবে ইউপি নির্বাচনেও।


এর আগে সকাল সাড়ে এগারটায় একই অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন (কলমপতি) ও মোঃ খোরশেদ আলম (ঘাগড়া)। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আবুল মনছুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন খোকন জানান, উপজেলার ফটিকছড়িতে আগ্রহী প্রার্থী না পাওয়ায় প্রার্থীতা দেয়া সম্ভব হয়নি। তবে বাকী তিনটিতে প্রার্থী দিয়েছি। প্রার্থীতা বাছাইয়ে সরকার দলের কোন প্রকার হস্তক্ষেপ না হলে আশাকরি জনগন বিএনপির পক্ষে রায় দেবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত