লামায় পিএমটি ভিত্তিক উপবৃত্তি ও বেতন সহায়তা কর্মসূচীর কর্মশালা

Published: 03 Nov 2014   Monday   

বান্দরবানের লামা উপজেলায় সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি এন্ড এ্যাকসেস এ্যানহেন্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) উদ্যোগে সোমবার প্রক্সি মীনস্ টেষ্টিং (পিএমটি) ভিত্তিক উপবৃত্তি ও বেতন সহায়তা কর্মসিূচর দিনব্যপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমি। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লামা পৌরসভার মেয়র মো: আমির হোসেন, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: জাফর উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহামান ভুইয়া,  বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী মো: মোবারক হোসেন।কর্মশালায় উপজেলার সকল বিভাগীয় প্রধান, ইউপি চেয়ারম্যান, গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।কর্মশালায় পিএমটি ভিত্তিক উপবৃত্তি ও টিউশন সুবিধা কি, কারা এ সুবিধা পাবে, কোথায় কিভাবে আবেদন করবে, উপবৃত্তি বহাল রাখার শর্ত সমূহ কি ও তথ্য যাচাই কে কিভাবে করবে এসব বিষয়ের উপর বিস্তারিত ধারনা দেয়া হয়।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত