লামায় ইউপি নির্বাচনে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে দ্রুত কঠোর অবস্থানে যাচ্ছে

Published: 25 Mar 2016   Friday   

লামায় আওয়ামীলীগের সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন তাদের ব্যাপারে লামা উপজেলা আওয়ামীলীগ কঠোর অবস্থান নিতে যাচ্ছে। তবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল উপজেলার ৭ ইউনিয়নের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দফায় দফায় বৈঠক করে চলেছেন।


লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল বলেন, ইতিমধ্যে দলের সিদ্ধান্ত ভঙ্গ করে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের নামের তালিকা চেয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ। আগামী ২৩ এপ্রিলে তৃতীয় ধাপে লামা উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়ন গুলোতে কেউ যাতে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হতে না পারে সেই দিকে কঠোরভাবে লক্ষ্য রাখছে বান্দরবান জেলা আওয়ামীলীগ। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিটি ইউনিয়নে যাতে নৌকা মার্কা প্রাপ্ত প্রার্থীদের নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে। আমাদের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীদের সাথে দফায় দফায় বৈঠক চলছে। বৈঠকে ফলফুসুও হচ্ছে।


লামা সদর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আক্তার কামাল মাইজ্যা মিয়ার সাথে বৈঠক করলে তিনি সেচ্ছায় কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বীদ্ধান্ত মেনে নিয়ে সম্মান প্রদর্শন করে স্বতন্দ্র প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এছাড়া অন্যান্য ইউনিয়নে আওয়ামীলীগের স্বতন্দ্র প্রার্থীদের সাথে বৈঠক অব্যাহত রয়েছে। আশা করি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বীদ্ধান্তকে সম্মান জানাবেন।


লামা উপজেলার যে ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে যে গুলো হলো- রূপসী পাড়া ইউনিয়ন, লামা সদর ইউনিয়ন, গজালিয়া ইউনিয়ন, সরই ইউনিয়ন, আজিজনগর ইউনিয়ন, ফাইতং ইউনিয়ন ও ফাঁসিয়াখালী ইউনিয়ন।


লামা উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামীলীগে মনোয়ন যারা পেয়েছেন তারা হলেন, রূপসী পাড়া ইউনিয়নের চাচিং প্রু মার্মা, লামা সদর ইউনিয়নের মিন্টু কুমার সেন, গজালিয়া ইউনিয়নের বাথোয়াইচিং মার্মা, সরই ইউনিয়নের নুরুল আলম, আজিজনগর ইউনিয়নের জসিম উদ্দিন, ফাইতং ইউনিয়নের জালাল উদ্দিন ও ফাঁসিয়াখালী ইউনিয়নের মোহাম্মদ বশর।


উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ সময় আরো বলেন, বিদ্রোহী প্রার্থীরা যদি কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বীদ্ধান্ত না মানে তাহলে আমরা গঠনতন্দ্র অনুযায়ী তাদের বহিষ্কার করতে বাধ্য হবে। পাশাপাশি আওয়ামীলীগের নেতা কর্মী ও সমর্থক যে কেউ বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিবেন অথবা আন্ডার গ্রাউন্ডে থেকে মদদ দিয়ে নির্বাচন করে বিশৃংখলা করবেন তাদেরও তালিকা করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত