পাহাড়ের অবৈধ অস্ত্রর উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে চিরুনী অভিযানের দাবি

Published: 24 Mar 2016   Thursday   

জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার অভিযোগ করে বলেছেন, ইউপি নির্বাচনে অস্ত্রধারী সন্ত্রাসীরা কোন সাধারণ প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। অস্ত্রের মুখে পাহাড়ে ভোটারদেরকে জিম্মি করে রাখা হয়েছে।

 

তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আগামী দিনে পার্বত্য এলাকায় অস্থিরতার আরো প্রকট হবে।

 

পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটিতে এক জনসমাবেশে দীপংকর তালুকদার  এসব কথা বলেন।

 

রাঙামাটি পার্বত্য জেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত  জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি  চিংকিউ রোয়াজার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে রাখেন সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান অংসুচাইন চৌধুরী,রিজার্ভবাজার ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক হেলালউদ্দিন,বনরূপা ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক তাপশ দে,অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক শহীদুজ্জামান মহসিন রোমান,বাঙালী ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইকবাল প্রমুখ।

 

এর আগে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ অংশ  নেন।  বিক্ষোভ সমাবেশ চলাকালে রাঙামাটি শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু বলেন সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান থাকলেও পাহাড়ে সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নিচ্ছে না ।

 

তিনি  আরও বলেন জাতীয় সংসদেও এ বিষয়ে একাধিকবার  উপস্থাপন করা হয়েছে । অথচ এর কোন লক্ষন দেখা যাচ্ছে না। তিনি অবৈধ অস্ত্র উদ্ধারসহ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে জনমনে অসন্তোষ আরো বাড়বে বলে মন্তব্য করেন।

 

সমাবেশে বক্তারা পার্বত্য এলাকায় চলমান খুন, চাঁদাবাজীসহ অস্ত্রধারীদের সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হলে সাধারণ মানুষের এ আন্দোলন আগামীতে আরো কঠোর হবে বলে হুশিয়ারী  উচ্চারণ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত