বাঘাইছড়িতে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছ চাপায় নিহত ১, কাঁচাঘর ক্ষতিগ্রস্ত

Published: 23 Mar 2016   Wednesday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে এফ ব্লক গ্রামে গাছ চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টা দিকে  জড়ো হাওয়া হলে এ গাছ চাপা ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

পারিবারি সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি গ্রামের বিজয়গিরি চাকমা (৪৫) মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। এফ ব্লক গ্রামে পৌঁছলে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু  হয়। এতে কিছু বুঝে ওঠার আগে তাঁর উপর একটি সুপারি গাছ ভেঙে পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  বিকেল সাড়ে পাঁচ টায় সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসকরা বিজিয়গিরি চাকমাকে মৃত ঘোষণা করেন। এছাড়া জড়ো হাওয়ায় সারোয়াতলী, বাঘাইছড়ি ও সাজেক ইউনিয়নে কপক্ষে ২০টি কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

সাজেক ইউনিয়নে তালছড়া গ্রামে অন্তর বিকাশ চাকমা বলেন, জড়ো হাওয়ায় আমাদের এলাকায় ১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে বেশি ছালা উড়ে গেছে বলে তিনি জানান।

 

বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিভ চাকমা বলেন, বিজয়গিরি নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  বাড়ি থেকে উপজেলা সদরে যাওয়ার পথে এফব্লকে তাঁর শরীরে গাছ পড়ে গুরুতর আহত হন। চট্টগ্রাম নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত