বরকলে সেকায়েপ প্রকল্পের উদ্যোগে দিন ব্যাপী কর্মশালা

Published: 09 Nov 2014   Sunday   

রোববার বরকল উপজেলায় সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড একসেস এনহান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) আওতায় পিএমটি বুথ পরিচালনার জন্য দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বরকল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রকল্পের প্রশিক্ষক মোঃ সুলতান আহম্মেদ উপজেলা প্রকৌশলী ও প্রকল্পের কো-অর্ডিনেটর খন্ডকার মাহমুদুল আশরাফ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্যামরতন চাকমা ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।এছাড়া প্রকল্পের বুথ সদস্য প্রাথমিক বিদ্যালয় নি¤œমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মসজিদের ইমাম সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।বক্তারা বর্তমান সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড এ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) মাধ্যমে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের প্রক্স্রি মীনস টেষ্টিং এর (পিএমটি) ভিত্তিক উপবৃত্তি ও বেতন সহায়তা কর্মসূচির কারণে শিক্ষার্থীদের মাঝপথে ঝরে পরা ও বাল্য বিবাহ রোধ,বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির মধ্যে দিয়ে শিক্ষার প্রসারে অগ্রণী ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত