তৃতীয়ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল নির্বাচনকে কেন্দ্র সরগরম হয়ে উঠেছে। ইতোমধ্যে এ ৫টি ইউনিয়নে আওয়ামীলীগ, বিএনপি ও আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করা হয়েছে। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমা) এখনো কোনো প্রার্থীর নাম ঘোষনা করেনি।
পানছড়ি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন ঘোষনা অনুষায়ী আগামী ২৩ এপিল পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৭মার্চ। মনোনয়নপত্র বাচাই হবে ২৯ ও ৩০ মার্চ। আর প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ৬ এপ্রিল। উপজেলার পুরুষ ভোটার ২২৮৭৪ জন আর মহিলা ভোটার ২১৮৩৭জনসহ ৫টি ইউনিয়নে মোট ভোটার ৪৪৭১১জন। এর মধ্যে লোগাং ইউনিয়নে ভোটার ৮৪৬৬জন, চেংগী ইউনিয়নে ৫৭৯৯জন, পানছড়ি ইউনিয়নে ১৬২৫৯জন, লতিবান ইউনিয়নে ৬২৫০জন আর উল্টাছড়ি ইউনিয়নে ৭৯৩৭ জন ভোটার রয়েছে। নতুন ভোটার যোগ হলে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া ও যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব বলেন,আগামী ২৩ এপ্রিল পানছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে চেয়ারম্যান পদে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। এরা হলেন ২নং লোগাং ইউনিয়নে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন সাহা, ২নং চেংগী ইউনিয়নে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান সাধন চন্দ্র চাকমা, ৩নং পানছড়ি ইউনিয়নে পানছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির মাহমুদ, ৪নং লতিবান ইউনিয়নে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কিরণ ত্রিপুরা, ৫নং উল্টাছড়ি ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহির উদ্দীন।
পানছড়ি উপজেলার ইউপিডিএফের প্রতিনিধি জিদং চাকমা বলেন, কয়েক মাস আগে থেকে উপজেলার অধিকাংশ ভোটারদের থেকে জরিপ করে ১নং লোগাং ইউনিয়নে প্রদুত্তর চাকমা, ২নং চেংগী ইউনিয়নে কালাচাঁদ চাকমা, ৩নং পানছড়ি ইউনিয়নে প্রিয়ংকর চাকমা ৪নং লতিবান ইউনিয়নে শান্তি জীবন চাকমা ও ৫নং উল্টাছড়ি ইউনিয়নে বিজয় চাকমাকে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য সিলেকশন করা হয়েছে।
পানছড়ি উপজেলা বিএনপি সভাপতি বেলাল হোসেন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে প্রতিদ্বন্ধীতা করার জন্য উপজেলা ৫টি ইউনিয়নে আমরা ৫জনকে নির্ধারণ করেছি। এরা হলেন, ২নং লোগাং ইউনিয়নে উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাংবাদিক আবুল বাশার, ২নং চেংগী ইউনিয়নে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিশান চাকমা, ৩নং পানছড়ি ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের, ৪নং লতিবান ইউনিয়নে উপজেলার লতিবান ইউনিয়নের বিএনপি সভাপতি অক্ষয় ত্রিপুরা, ৫নং লতিবান ইউনিয়নে উপজেলা বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক রিপন ত্রিপুরা।
এদিকে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমা) এখনো কোনো প্রার্থীর নাম ঘোষনা করেনি। যদিওবা বিগত ইউপি নির্বাচনে ইউপিডিএফ সমর্থিত সকল প্রার্থী বিজয়ী হয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.