রাঙামাটির বাঘাইছড়িতে সোমবার দিনব্যাপি উদ্যোক্তা ও আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।উপজেলা মিলনায়নে মানুষের জন্য ফাউন্ডেশন(এমজেএফ) এর সহযোগীতায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ প্রবাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাঘাইছড়ি উপজেলার গ্রীন হিল স্পীড প্রকল্পের উপজেলা প্রকল্প কর্মকর্তা সুমিত্র দেওয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচএসডিও-এর প্রকল্প কর্মকর্তা তাপস কুমার চাকমা। অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তা ছাড়াও ৮টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের মা’দলের সদস্যা এবং অভিভাবক প্রতিনিধি উপস্থিত ছিলেন।বাঘাইছড়ি উপজেলার মোট ৪টি ইউনিয়নের মোট ৮টি মা’দলকে বিদ্যালয়ের স্থায়ীত্বশীল উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা, দায়িত্ব-কর্তব্য, সর্বোপরী এলাকার ভবিষ্যত প্রজন্মের জন্য মৌলিক প্রাথমিক শিক্ষা লাভে সুযোগ সৃষ্টি করে দেয়ার পাশাপাশি ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে সম্পর্ক স্থাপন, যোগাযোগ বৃদ্ধিসহ প্রতিটি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সাথে মা’দলকে কার্যকরী সম্পর্ক তৈরী করে দেয়া। আয়-বর্ধনমূলক কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে বিদ্যালয়ের তথা সমাজের আর্থিক সক্ষমতা অর্জনে সহায়তা প্রদান করা।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.