বুধবার রাঙামাটির বিলাইছড়িতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ধুপ্যাচর কৃষি পরামর্শ কেন্দ্রে অনুষ্ঠিত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন ২য় পর্যায় (১ম সংশোধনী) প্রকল্পের বার্মি কম্পোস্ট তথা কেঁচো সার-এর ওপর কৃষক মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। বিলাইছড়ি উপজেলা কৃষি সম্প্রদারণ অধিদপ্তরের অধিরিক্ত কর্মকর্তা ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ সুখেন্দু শেখর মালাকার ,অতিরিক্ত উপ-পরিচালক তপন কুমার পাল ও উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা। উপ-সহকারী কৃষি অফিসার নুর মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন উপ-সহকারী কৃষি অফিসার পরিমল কান্তি ঘোষ ,বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও প্রেস ক্লাব সভাপতি জসীম উদ্দিন তালুকদার প্রমুখ।
কৃষক মাঠ দিবসে বক্তারা বাগান সৃজন করে সঠিক পরিচর্যার মাধ্যমে কৃষি উন্নয়ন করে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন এবং জৈব সার উৎপাদন ও ব্যবহার এর মাধ্যমে মাটিক্ষয় রোধ করে জমির সঠিক সংরক্ষণসহ মাটির উর্বরতা ও ফসল উৎপাদন বৃদ্ধিতে ভ’মিকা রাখার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.