খাগড়াছড়িতে কেএমকেএস’র ২৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Published: 12 Mar 2016   Saturday   

খাগড়াছড়ির বেসরকারী উন্নয়ন সংস্থা খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমএকএস)-এর ২৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার দিন ব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

 

জেলা শহরের খাগড়াপুরস্থ ‘কেএমকেএস’ ভবনে সমিতির দীর্ঘ পথচলার স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময়, কর্মী ও স্বেচ্ছাসেবীদের পূর্নমিলন এবং আগামী রজত জয়ন্তীতে ব্যাপক উৎসব আয়োজনের অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

 

মধ্যাহ্ন ভোজের কেএমকেএস’র প্রতিষ্ঠাতা সভানেত্রী শেফালিকা ত্রিপুরা’র সভাপতিত্বে ও উন্নয়ন সংগঠক অমল বিকাশ ত্রিপুরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) জেলা কমিটির সভাপতি নমিতা চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ চৌধুরী ও নারীনেত্রী শাপলা দেবী ত্রিপুরা।

 

অনুষ্ঠানে কেএমকেএস’র সাধারণ সদস্য, নির্বাহী সদস্য, উন্নয়ন কর্মী, স্বেচ্ছাসেবক এবং সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার শুভাণুধ্যায়ীরা উপস্থিতি ছিলেন।

 

সফল ও সংগ্রামী নারীনেত্রী শেফালিকা তাঁর বক্তব্যে বলেন, ১৯৯৩ সালের এদিনে সমাজের পিছিয়ে পড়া নারীদেরকে স্বাবলম্বী ও আত্ম মর্যাদায় জাগিয়ে তোলার প্রত্যয়ে কেএমকেএস যাত্রা শুর করেছিল। এই দীর্ঘ পথচলায় চরাই-উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠানের বন্ধু-সহযোগী ও শুভাণুধ্যায়ী সৃষ্ঠি হয়েছে পাহাড়-সমতল ছাপিয়ে বিদেশেও। তিনি কেএমকেএস-কে এতোটুক পথ আসার পেছনে সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

পরে তাঁর নেতৃত্বে উপস্থিত অতিথিরা সাতটি মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনব্যাপী আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

উল্লেখ্য, তিন পার্বত্য জেলা নারী অধিকার সুরক্ষা, নারী উন্নয়ন, ক্ষমতায়ন, স্থানীয় সরকার ব্যবস্থা, সমাজ ও রাজনীতিতে নারীর অবস্থান সৃষ্ঠিতে কেএমকেএস’র একটি উজ্জল ভূমিকা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত