রাঙামাটিতে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের জেলা সমন্বয় কমিটির চতুর্মাসিক সভা

Published: 16 Nov 2014   Sunday   

ইউনিসেফের সহায়তায় সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প ৩য় পর্যায় এর জেলা সমন্বয় কমিটির চতুর্মাসিক রোববার রাঙামাটিতে সভা অনুষ্ঠিত হয়েছে।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, ইউনিসেফের কর্মকর্তা উম্মে হালিমা, আইসিডিপি’র জেলা প্রকল্প পরিচালক মিন্টু বিকাশ চাকমা, মেডিকেল অফিসার ডাঃ বিনোদ শেখর চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম রিয়াজ উদ্দিনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা, জনস্বাস্থ্য প্রকৌশল, যুব উন্নয়ন অধিদপ্তর, শিশু সংগঠক ও প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, পাহাড়ের পিছিয়ে পড়া মা ও শিশুর সার্বিক উন্নয়নে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি) কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের দ্বারা পাহাড়ের বসবাসরত মা-কিশোরীর স্বাস্থ্য ও শিশুদের শিক্ষা, পুষ্টি, পানি, পয়ঃ ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কাজগুলো সত্যিই প্রসংনীয়। পার্বত্য এলাকায় এই প্রকল্পের পাড়াকেন্দ্রগুলো এখন গ্রামের প্রাণ কেন্দ্র হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে।তিনি আরও বলেন, শিশু-কিশোরী ও মহিলাদের উন্নয়নে এ জেলার বিভিন্ন সংস্থা, বিভাগ ও সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে সমন্বয় এবং সহযোগীতামূলক সম্পৃক্ততা সৃষ্টি করে একসাথে কাজ করা হলে কাজের অগ্রগতি আরো বৃদ্ধি পাবে। তিনি এ জেলার উন্নয়নে জেলা পরিষদ হতে সবসময় সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত