রাঙামাটির মগবান ইউনিয়নে দরিদ্রদের মাঝে ইউএনডিপির সহায়তা প্রদান

Published: 17 Nov 2014   Monday   

পার্বত্য এলাকায় মানুষের ক্ষুধা ও দারিদ্র দূর করতে সোমবার রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে দেড় শতাধিক দরিদ্র মানুষের মাঝে বিনা মূল্যে ফুট পাম্প, ছাগল ও হাস মুরগী বিতরণ করা হয়েছে। ইউএনডিপির এম ডি জি-এক প্রকল্প-এক কর্মসূচীর আওতায় বিতরণ অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা। এ সময় উপস্থিত ছিলেন ইউএনডিপি কর্মকর্তা প্রসেনজিৎ চাকমা ,উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুসুম চাকমা,ভূমি অফিসের সহকারী কমিশনার সোহেল পারভেজ ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলী আযম উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মগবান ইউনিয়নের ৯ টি  ওর্য়াডে কৃষির ফুট পাম্পসহ গ্রামের হত দরিদ্র দেড় শতাধিক মানুষের মাঝে বিনা মূল্যে ছাগল ও হাস মুরগী বিতরণ করা হয়।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত