দীঘিনালায় উপজেলা কমিউনিটি ই-সেন্টার উদ্ধোধন

Published: 07 Mar 2016   Monday   

সোমবার খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা কমিউনিটি-ই সেন্টার উদ্ধোধন করা হয়েছে। 

 

বাংলাদেশ কম্পিটার কাউন্সিলের উদ্যোগেউপজেলা কমিউনিটি-ই সেন্টার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা। বিশেষ অতিথি ছিলেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মাদ শহীদ হোসেন চৌধুরী, দীঘিনালা উপজেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (ভূমি) শামসুল আলম, দীঘিনালা থানা ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা ইন্সট্রাক্টর মোঃ মাঈন উদ্দীন প্রমুখ।

 

উপজেলা কমিউনিটি-ই সেন্টারে পাওয়া যাবে তথ্য ও প্রযুক্তিগত নানান সুবিধা। কম্পিটার প্রশক্ষন, কম্পিউটার কম্পোজ, কম্পিটার সার্ভিসিং, ফটোকপি, ডিজিটাল ছবি, প্রসেসিং (মেডিকেল ভিসা) সহ যাবতীয় ভিসা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম, সরকারী বেসরকারী চাকুরীর জন্য যাবতীয় কাগজ পত্রাদি সহ আরো অনেক সুবিধা পাওয়া যাবে এখানে।


উল্লেখ্য,তথ্য প্রযুক্তির আগ্রহমান এ যুগে দূর্গম পাহাড়ী অঞ্চল দীঘিনালা উপজেলায় এ কমিউনিটি সেন্টার নানান ধরনের তথ্য ও প্রযুক্তিগত সমস্যা সমাধানে অগ্রনী ভূমিকা পালন করবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত