বরকলে শিশু অধিকার সুরক্ষা বিষয়ক কর্মশালা

Published: 20 Nov 2014   Thursday   

শিশু অধিকার সুরক্ষায় অংশগ্রহণ মূলক ঊর্ধ্বমূখী পরিকল্পনা প্রণয়ন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা বুধবার বরকলে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা রিসোর্স সেন্টারের সভা কক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটি ক্ষমতায়ন কর্মসূচির আওতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা। উপজেলা সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক জীবক চাকমা প্রকল্প সংগঠক শুভদেব চাকমা ও জেলা লেয়াঁজু অফিসের কর্মকর্তা যুথিকা চাকমা কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। কর্মশালায় ইউনিয়ন পরিষদের মেম্বার সংরক্ষিত মহিলা মেম্বার গ্রামের কার্বারী ও পাড়া কেন্দ্রের সভাপতিরা উপস্থিত ছিলেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত