বান্দরবানের কালাঘাটায় ৪৪৮ পরিবারের বাসস্থানের নাম বীর বাহাদুর নগর

Published: 05 Mar 2016   Saturday   

দীর্ঘ ১৬ বছরের ও অধিক কাল সময় ধরে ঝুলে থাকা বান্দরবানের ৪৪৮ পরিবারের বাসস্থানের ভুমির সমাধান করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

 

বান্দরবানের কালাঘাটা এলাকায় নুর মোহাম্মদসহ কতিপয় ব্যক্তি ৪৪৮ পরিবারের বসত গৃহের জায়গা নিয়ে দীর্ঘ দুই যুগের ও বেশি সময় ধরে নানা তালবাহনার পর অবশেষে  শনিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুরের একান্ত প্রচেষ্টায় দীর্ঘ ২ যুগ পর তাদের জায়গা বুঝে পেয়ে খুশিতে আত্নহারা হয়ে সকলের সম্মতিতে এলাকাটির নাম বীর বাহাদুর নগর নাম করন করে ফলক উন্মোচন করলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি নিজেই।

 

ফলক উন্মোচনের পর নুর মোহাম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা বীর বাহাদুর নগরে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ আবু জাফর, অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, পৌর মেয়র ইসলাম বেবী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।

 

আলোচনা সভায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর সুজলা সুফলা সোনার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে জামায়াত বিএনপির দোশরদের বিরুদ্ধে মোকাবিলার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত