কাপ্তাইয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সরগম হয়ে উঠেছে

Published: 05 Mar 2016   Saturday   

কাপ্তাই উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী। এবারের আ’লীগ-বিএনপি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) মধ্যে প্রতিদ্বন্ধিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

জানা  গেছে, নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল মোতাবেক  ৬ষ্ঠ ধাপের আগামী ৩মে প্রথমবারের মত প্রতীক নিয়ে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে আঞ্চলিক দল জেএসএস এর সাথে আ’লীগ-বিএনপি দুই দলের প্রতিদ্বন্ধিতা হবে তিনটি ইউনিয়নের মধ্যে। ইতিমধ্যে কাপ্তাই উপজেলা আ’লীগ নেতৃ স্থানীয়রা দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থীদের  দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং জমা নেয়ার কার্যক্রম সম্পন্ন করেছেন। এর মধ্যে ওয়াগ্গা ইউনিয়ন থেকে আ’লীগের ৮জন, কাপ্তাই ইউনিয়ন থেকে ২জন, চন্দ্রঘোনায় ৭জন, রাইখালী ২, চিৎমরম ইউনিয়নে ২ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। বিএনপি থেকে ওয়াগ্গা ইউনিয়নে ৩ জন, কাপ্তাই ইউনিয়ন ২জন, চন্দ্রঘোনা ইউনিয়ন ৩জন,রাইখালী ইউনিয়নে ২ জন  এবং চিৎমরম ইউনিয়নে ১ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে প্রাথমিক ধারনা পাওয়া গেছে।

 

অপরদিকে আঞ্চলিক দলের জেএসএস এর সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হবেন চিৎমরম, রাইখালী ও ওয়াগ্গা ইউনিয়ন থেকে। মনোনয়ন প্রত্যাশী চিৎমরম ইউনিয়নে ১জন,ওয়াগ্গায় ১জন ও রাইখালী ইউনিয়নে ১জন মনোনয়ন প্রত্যাশী হবে বলে আভাস পাওয়া গেছে। এছাড়াও আ’লীগ ও বিএনপি দলীয় প্রার্থী ঘোষণার পর জেএসএস অবস্থা বুঝে প্রার্থী ঘোষণা দিতে পারে।

 

নির্বাচনীকে ঘিরে কাপ্তায়ে এখন সর্বত্রই সরগরম হয়ে উঠেছে। সকল দলই শান্তি, শৃঙ্খলা বজায় রেখে দলীয়ভাবে প্রস্তুতি নিচ্ছেন। তবে দলীয় কাজ গুছিয়ে উঠেছে কাপ্তাই উপজেলা আ’লীগ। তাদের দলীয় মনোনয়ন যাচাই-বাছাইয়ের জন্য জেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে পৌছানোর  কার্যক্রম শেষ করেছেন বলে নিশ্চিত করেন কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং।

 

এদিকে কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন এবং উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তৃনমুল, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তিন তিনবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্ব স্ব ইউনিয়ন দলীয় নেতাকর্মীরা তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের মতামত প্রাধান্য দিয়ে সমষ্টিগত সিদ্বান্ত নিয়ে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনীত করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত