রাঙামাটিতে শুরু হয়েছে মাসব্যাপী উদ্যোক্তা ও পাটপণ্য হস্ত শিল্প মেলা

Published: 03 Mar 2016   Thursday   

পার্বত্যাঞ্চলে পাট পণ্য এবং তাত বস্ত্র  ও হস্ত শিল্পের উৎপাদিত পণ্যের প্রসার ঘটাতে বৃহস্পতিবার থেকে মাস ব্যাপী রাঙামাটিতে শুরু হয়েছে উদ্যোক্তা ও পাটপণ্য হস্ত শিল্প মেলা ।

 

উদ্যোক্তা উন্নয়ন পরিষদ ও ডেভেলপমেন্ট পেট্রোনাইজিং সোসাইটি(ডিপিএস) এর উদ্যোগে রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে মেলার উদ্ধোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম, উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি শামীম হায়দার, ডেভেলপমেন্ট পেট্রোনাইজিং সোসাইটি (ডিপিএস)’র সভাপতি মোঃ ইকবাল মাহমুদ, বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বঅহী পরিচালক বিপ্লব চাকমাসহ বিভিন্ন উন্নয়ণ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিল্প উন্নয়ণ উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।  

মেলায় বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্পজাত পণ্যের ৫০ টি স্টল স্থান পেয়েছে। মেলায় বিভিন্ন ধরনের তাতের তৈরি পোশাক,শাড়ি ও পাটজাত সামগ্রীসহ অন্যান্য পণ্য সামগ্রীর বিপুল সমারোহ ঘটেছে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিপণন সহায়তা বৃদ্ধিতে এ মেলা ভূমিকা রাখবে। জেলা পরিষদ এ মেলা আয়োজনে পার্বত্য জেলা পরিষদ সহয়তা দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত