বাঘাইছড়িতে গ্রীনহিলের উদ্যোগে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

Published: 02 Mar 2016   Wednesday   

বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহীলে উদ্যোগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় উৎপাদনকারী, ক্রেতা ও সরবরাহকারীদের মাঝে যোগসূত্র স্থাপন ও সমন্বয় সাধনের লক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় ।

 

মানুষের জন্য ফাউন্ডেশন এর সহায়তায় গ্রীনহিল স্পীড প্রকল্পের উদ্যোগে উপজেলা কার্যালয়ে  রোববার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গ্রীনহিল স্পীড প্রকল্পে উপজেলা কর্মকর্তা  সুমিত্র দেওয়ান। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রতিনিধি প্রনয় খীসা,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি সুশোভন চাকমা প্রমুখ। সভায়  গ্রীনহিলের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায়  পণ্য উৎপাদন, বিক্রী ও  বাজারজাত বিষয়ে বিভিন্ন দিক উপস্থাপন করা হয় ।

 

প্রসঙ্গতঃ গ্রীনহিল স্পীড প্রকল্পে বাঘাইছড়ি উপজেলার আওতাধীন  ক্যাচমেন্ট এলাকার  স্থানীয় পর্যায়ের ব্যবসায়ী, ৮টি বেসরকারী প্রাথমিক  বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য-সদস্যা ও মা-দলের সদস্যাদের নিয়ে  উৎপাদনকারী, ক্রেতা ও সরবরাহকারীদের  মাঝে যোগসূত্র স্থাপন ও সমন্বয় সাধনের লক্ষে এ মত বিনিময় সভার আয়োজন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত