সোমবার বিলাইছড়িতে এনএসভি গ্রহীতা অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম এর উদ্যোগে বিলাইছড়ি উপজেলা অডিটরিয়ামে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.বেবী এিপুরার সভাপতিত্বে বক্তব্য দেন ইউএইচএন্ডএফপিও ডা.নীতিশ চাকমা,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিসিএসডিপি এর উপ-পরিচালক ডা.নুরুননাহার বেগম,সহ-পরিচালক ডা.নাসরীন জামান,পরিকল্পনা ইউনিটের গবেষণা কর্মকর্তা পীযুষ কান্তি দত্ত,এনজেন্ডার হেলথ বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মো.ওয়ালিউল ইসলাম। কর্মশালা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শশীলাল চাকমা।
কর্মশালায় দ্বিতীয় পর্বে এনএসভি (নন-স্কালপেল ভ্যাসেকটমি) বা পুরুষদের ছুরি-কাটাবিহীন স্থায়ী পদ্ধতিসহ বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
কর্মশালায় বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে এ পদ্ধতি গ্রহীতার সংখ্যা বাড়িয়ে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.