কাপ্তাই ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন ও প্রতীক পেতে একাধিক সরকার দলীয় নেতাকর্মীর দৌড়ঝাপ শুরু

Published: 27 Feb 2016   Saturday   

রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতে ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন  নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি ইউনিয়নে মামলা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। এরই মধ্যে ৪টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের রাতের ঘুম হারাম হয়ে গেছে।

 

দলীয় মনোয়ন ও প্রতীক পেতে সরকার দলীয় একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নানা কৌশলে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য এসব প্রার্থীদের বেশীরভাগই আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী। ফলে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা মরিয়া হয়ে উঠেছেন। তারা দলীয় সমর্থন পেতে নানাভাবে তদবীর চালাচ্ছেন।

 

এদিকে, গত ২৩ ফেব্রুয়ারী থেকে দলীয় মনোয়ন ও নৌকা প্রতীক পেতে একাধিক সম্ভাব্য প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করতে শুরু করেছেন। রোববার দুপুর পর্যন্ত ফরম সংগ্রহ করার সময় বেঁধে দেওয়া হয়েছে। ওই দিন বিকেলেই দলীয় ফরম সংগ্রহকারীদের নামের তালিকা জেলায় পাঠানো হবে বলে কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মং মারমা জানান।

 

দলীয় ফরম সংগ্রহকারী আ’লীগ ও অঙ্গসংঙ্গঠনের নেতাকর্মীরা হলেন চন্দ্রঘোনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের প্রচার স¤পাদক বিপ্লব মারমা, সাবেক ছাত্রলীগ জাতীয় পরিষদ সদস্য ও বর্তমান উপজেলা আ’লীগ সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা আ’লীগ ত্রাণ ও পুনর্বাসন স¤পাদক মোঃ হানিফ বাবুল, উপজেলা আ’লীগ সদস্য আকতার হোসেন মিলন, নুরুল্লাহ ভুইয়া, ইউনিয়ন আ’লীগ যুগ্ম স¤পাদক মোঃ হোসেন।

 

চিৎমরম ইউনিয়নে ইউনিয়ন যুবলীগ সভাপতি উছলিমো মারমা। কাপ্তাই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সহ সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা যুবলীগ সভাপতি মো নাছির উদ্দিন।

 

ওয়াগ্গা ইউনিয়নে উপজেলা আ’লীগ সিনিয়র সহ সভাপতি দীপ্তিময় তালুকদার, সহ সভাপতি বিএন তনচংগ্যা, সহ সভাপতি শফিউল আলম খোকন, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন,  জেলা কৃষক লীগ সদস্য মংচচিং মারমা, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ধনা তনচংগ্যা, সুজন তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন আ’লীগ নেতা মদনমোহন তঞ্চঙ্গ্যা, সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হৃদয় তঞ্চঙ্গ্যা, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ ইমাম হোসেন, ইউনিয়ন আ’লীগ সাধারণ  সম্পাদক চিরনজিৎ তনচংগ্যা।

 

তবে সরকার দলীয় একাধিক প্রার্থীর তৎপরতা নজরে পড়লেও বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের দলীয় প্রার্থীদের কোন তৎপরতা দেখা যাচ্ছে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত