খাগড়াছড়ি কমলছড়িতে প্রান্তিক চাষিদের গবাদি পশু প্রদান

Published: 28 Nov 2014   Friday   

খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নে বাস্তবায়নাধীন বেতছড়ি এলাকায় ”ক্ষুধা ও দারিদ্র দূরীকরনের প্রকল্প”র আওতায়-প্রান্তিক চাষিদের মাঝে বৃহস্পতিবার শুকর ছানা ও ছাগল বিতরন করা হয়েছে।কমলছড়ি ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয় বেতছড়ি মারমা পাড়ায় মহস্থ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চু মনি চাকমা। কমলছড়ি ইউপি চেয়ারম্যান সুপন খীসা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটছড়ি মৌজা’র হেডম্যান সাথাউ মারমা, ইউপি সাবেক চেয়ারম্যান সাউপ্রু মারমা, ইউপি সদস্য রুটান চৌধুরী, শংকর চাকমা, মংচিংতু মারমা এবং মণি শংকর চাকমা। এসময় এলাকার সুবিধাভোগী গন্যমান্যরা উপস্থিত ছিলেন।পার্বত্য জেলা পরিষদ সহযোগীতায় সিএইচটিডিএফ-ইউএনডিপি’র অর্থায়নে পরীক্ষা মূলক প্রকল্প মোট ৮০টি সুবিধাভোগী পরিবারের মাঝে বিতরন করা হয়।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত