খাগড়াছড়ির দীঘিনালায় ফুদন্দি ফুল তুম্বাজ নামে একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। চাকমা ভাষার বর্ণমালার সাথে মিল রেখে এ পত্রিকার নাম করন করা হয়েছে বলে পত্রিকা কর্তৃপক্ষ জানিয়েছেন।
বাংলা ভাষায় যার অর্থ হচ্ছে ফুটন্ত ফুলের সুভাষ। পত্রিকা কর্তৃপক্ষের প্রত্যাশা ফুলের সুভাষ নিয়ে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে এই এলাকার সাহিত্য জগত। যেখানে থাকবে না হিংসা হানাহানি কিংবা সাম্প্রদায়িক কোনো উন্মাদনা। এমন এক বুক প্রত্যাশা নিয়ে একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠী কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।
বাঘাইছড়ি মুখ চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আনন্দ মোহন চাকমা’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা আনুষ্ঠানিকভাবে এ পত্রিকার মোড়ক উন্মোচন করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন উপজেলা সহকারী ভূমি কমিশনার শামশুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, কাচালং ডিগ্রি কলেজের প্রভাষক লালন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সিএচটি’র কেন্দ্রীয় সাধারন সম্পাদক বিশ্বজিত দাশ গুপ্ত, ফুদন্দি ফুল তুম্বাজ পত্রিকার সম্পাদক কেভি দেবাশীষ চাকমা ও স্থানীয় সাহিত্য অনুরাগী কৃপা রনজন চাকমা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোন সাহিত্য পত্রিকা মানুষের মনকে বিকশিত করে। বিকশিত মন মানুষকে ভাল কাজে প্রেরনা যোগায়। তাছাড়াও এই এলাকার সাহিত্য অনুরাগীদের মাঝে যেসব প্রতিভা লুকায়িত রয়েছে সেসব প্রতিভা বিকাশে ফুদন্দি ফুল তুম্বাজ নিঃসন্দেহে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্যবদ্ধ প্রয়াস বজায় রেখে, অসাম্প্রদায়িক দৃষ্টিকোণে অবিচল থেকে সকল সম্প্রদায়ের সাহিত্য অনুরাগীদের সমসুগোগ প্রদানের জন্য পত্রিকা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.