কপ-২০ বৈশ্বিক জলবায়ু সন্মেলন উপলক্ষে জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় স্বচ্ছতা,নায্যতা ও জবাবদিহিতার দাবিতে রোববার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) এর সহযোগি প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটির রাঙামাটির উদ্যোগে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধন চলাকালে সমাবেশে সচেতন নাগরিক কমিটির সভাপতি নিরুপা দেওয়ানের সভাপতিত্বে বক্তব্যে দেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সুনীল কান্তি ও বেসরকারী উন্নয়ন সংস্থা শাইনিংহীলের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। মানববন্ধনে বিভিন্ন পেশাজীবি লোকজন অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবির সহকারী ব্যবস্থাপক ওয়াছিমুর রহমান সায়েম চৌধুরী।বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে এলডিসি ভুক্ত দেশসমূহসহ আমাদের জীবন ও জীবিকা, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের হাত থেকে রক্ষা করার জন্য জলবায়ু তহবিলের বন্টন ও ব্যবহারে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা নিশ্চিত করার আহবান এবং এবং উন্নত দেশসমুহের কার্বন নিঃসরণের পরিমাণ কমানোর দাবি জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.