লামায় নাম ও জন্মতারিখ জটিলতায় শতাধিক প্রাথমিক শিক্ষক নতুন স্কেলে বেতন-ভাতা পাচ্ছেন না

Published: 20 Feb 2016   Saturday   

বান্দরবানের লামায় নতুন স্কেলে বেতন নির্ধারনী জটিলতার কারণে বেতন পাচ্ছেন না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষিকা।

 

জাতীয় পরিচয় পত্রে (আইডি কার্ড) বর্ণিত নাম ও জন্ম তারিখ চাকুরি বইয়ের সাথে মিল না থাকায় এবং টাইম স্কেল সমন্বয় না হওয়ায় নতুন বেতন স্কেলে বেতন ভাতা নির্ধারণে জটিলতা সৃষ্টি হয়েছে বলে উপজেলা শিক্ষা অফিস জানিয়েছেন।

 

জানা গেছে লামায় নবজাতীয় করণসহ ৮৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬৫জন প্রধান শিক্ষক ও ৩৩৫জন সহকারী শিক্ষক কর্মরত  রয়েছেন। সরকার ঘোষিত নতুন বেতন স্কেলে প্রায় তিনশত শিক্ষক গত জানুয়ারী মাসের বেতন ভাতা উত্তোলন করেছেন। টাইমস্কেল সমন্বয় না হওয়ায় এবং জাতীয় পরিচয়পত্রের সাথে নাম ও জন্মতারিখের সঠিকতা না থাকায় শতাধিক শিক্ষকের নতুন স্কেলে বেতন-ভাতা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা নির্বাচন কমিশনে আবেদন করেছেন বলে জানা  গেছে।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল জানিয়েছেন, আইডি কার্ড সংশোধন ব্যতীত বেতন নির্ধারনী জটিলতা নিরসন হবে না। তবে পুরাতন বেতন স্কেলে বেতন-ভাতা পাবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত