ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে ৩১ মার্চ থেকে পর্যায়ক্রমে রাঙামাটির ৪৮টি ইউপিতে নির্বাচন

Published: 17 Feb 2016   Wednesday   

নির্বাচন কমিশনের তফসিল ঘোষনা অনুযায়ী দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ থেকে পর্যায়ক্রমে রাঙামাটির ৪৮টি ইউনিয়ন পরিষদে(ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ নাজিম উদ্দিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। 

 

এদিকে ইতোমধ্যে রাঙামাটির দশ উপজেলার ৪৮টি ইউপি`র সম্ভাব্য চেয়ারম্যান  ও ওয়ার্ড মেম্বার প্রার্থীরা  দৌড় ঝাপসহ প্রচারণা শুরু করে দিয়েছেন।

 

জানা যায়, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রাঙামাটির ৪৮টি ইউপি মধ্যে কাউখালী উপজেলার চারটি ইউনিয়ন ও বিলাইছড়ি তিনটি ইউনিয়ন ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে জুরাছড়ি উপজেলার চারটি ইউনিয়ন ও লংগদু উপজেলার সাতটি ইউনিয়নে ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়ন ও বরকল উপজেলার পাচঁটি ইউনিয়নে ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে নানিয়ারচর উপজেলার চারটি ইউনিয়নে ও বাঘাইছড়ি উপজেলার আটটি ইউনিয়নে ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ষষ্ঠ ধাপে রাঙামাটি সদর উপজেলার ছয়টি ইউনিয়নে ও কাপ্তাই উপজেলার চারটি ইউনিয়নে ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।


এদিকে,সম্ভাব্য প্রার্থীরা পার্বত্য চট্টগ্রামের অঞ্চলিক সংগঠনের মনোনয়ন পেতে তাদের দৌড় ঝাপ শুরু করেছেন। ধরনা দিচ্ছেন জেলা ও উপজেলার শীর্ষ স্থানীয় নেতাদের কাছে। তবে জাতীয় প্রধান দুই দল আওয়ামীলীগ ও বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন প্রত্যাশী তেমন দেখা যাচ্ছে না।

 

নির্বাচনী উত্তাপ এবং প্রার্থীদের এমন দৌড় ঝাপ শুরু হলেও পার্বত্য আঞ্চলিক সংগঠনগুলো এখনো প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেনি। মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি হওয়ায় প্রার্থী বাছাই নিয়ে দলের বিশৃংখলা তৈরীর আশংঙ্খা করছেন দলের নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা।

 

জুরাছড়ি আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা জানান, দলের পক্ষ থেকে প্রাথী বাছাই করে দেওয়া হবে। বিএনপির সভাপতি সুরেশ কুমার চাকমা জানান, কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুসরন করে ইউপি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

রাঙামাটি জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট কেন্দ্র নির্ধারণ ও রিটানিং কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া চলছে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত