রাঙামাটিতে এনজিও ফাউন্ডেশন দিবস পালন

Published: 02 Dec 2014   Tuesday   

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে আলোচনা সভার আয়োজন করা হয়।স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রোগ্রেসিভ ও এসআইডবি¬উপি-এর যৌথ উদ্যোগে আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে স্থানীয় আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি শামীম হায়দার। বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, এসআইডবি¬উপি’র নির্বাহী পরিচালক নিখিল মিত্র চাকমা, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম ডিরেক্টর কক্সী তালুকদার। এ সময় উন্নয়ন সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  শামীম হায়দার বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে বাস্তবায়নাধীন দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ম কিস্তিতে মোট ৫০জন মহিলাকে মাশরুম ও সবজি প্রশিক্ষণ প্রদান করা হয়। মাশরুম ও সবজি চাষ প্রশিক্ষণ গ্রহণের পর উপকারভোগী মহিলাদের পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত