শুক্রবার বান্দরবানে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে

Published: 17 Feb 2016   Wednesday   

আগামী শুক্রবার বান্দরবানবাসীর বিশেষ চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্প-এর আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প শুরু হবে।

 

বুধবার  ফিস্ট রেষ্টুরেন্টে-এ আয়োজিত সংবাদ সম্মেলনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার এ তথ্য জানা। এসময় এসময় উপস্থিত ছিলেন, ডাঃ অংসুই প্রু মারমা, ডাঃ অং চা লু।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, বান্দরবান ভৌগোলিক দিক দিয়ে একটি দূর্গম জেলা এবং সমতল ভূমির তুলনায় পাহাড়ী অঞ্চল হিসেবে জনগণকে প্রত্যাশামত আধুনিক চিকিৎসা সেবা পৌছানো অনেক সময় সম্ভব হয় না। এর প্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলার চিকিৎসা প্রত্যাশী জনগণের স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিতকরণ কার্যক্রমের একটি অংশ হিসেবে এ চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পে দেশের স্বনামধন্য বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন ৭৯জন বিশেষজ্ঞ চিকিৎসক। এ ক্যাম্পে বান্দরবানের ৭টি উপজেলার জটিল ও দুরারোগ্য ৭০০জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হবে। যারা দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারছেন না।

 

তিনি আরও জানান, ঢাকা ডেভ ফাউন্ডেশনের সহযোগিতায় বিএমএ বান্দরবান জেলা শাখা ও বান্দরবান সেনা রিজিয়ন আয়োজনে চিকিৎসা ক্যাম্পের জন্য বান্দরবান জেলা পরিষদ প্রায় ৪লাখ টাকার ঔষধ ক্রয়ের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে। অনুষ্ঠিত ক্যাম্পে জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রার্থমিক পরীক্ষা, নিরীক্ষাকরণ, রক্ত, ইসিজি, এক্সরে, ডায়াবেটিকসহ বিভিন্ন প্রকার সুবিধা দেয়া হবে।

 

তিনি জানান, বিশেষ স্বাস্থ্য সেবা  ক্যাম্পের উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত