রাঙামাটিতে টিআইবি’র লগো ব্যবহার করে মিথ্যা লিফলেট দিয়ে টাকা আদায়ের অভিযোগ

Published: 17 Feb 2016   Wednesday   

রাঙামাটিতে কতিপয় অসাধু ব্যক্তি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর লগো এবং কর্মচারীদের নাম ব্যবহার করে বিভিন্ন মিথ্যা ও সাজানো লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। যা সম্পুর্ণ অবৈধ। টিআইবি’র পক্ষ এ ব্যাপারে জনসাধারনকে সর্তক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

 

বুধবার সনাক, টিআইবি, রাঙামাটির এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলমের স্বাক্ষরিত এক প্রেস বার্তায়  জনসাধারানকে এ ব্যাপারে সর্তক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) দুর্নীতি হ্রাস, স্বচ্ছতা, জবাবদিহিতা ও  সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাঙামাটিতে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ কার্যক্রমের আওতায় রাঙামাটি সনাক দুর্নীতির শিকার ও দুর্নীতির চাক্ষুষ সাক্ষী জনগণকে বিনামূল্যে আইনগত পরামর্শ ও অধিপরমির্শ প্রদানের উদ্দেশ্যে অ্যাডভোকেসি অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইস সেন্টার (অ্যালাক) পরিচালনা  করছে।

 

প্রেস বার্তয় আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে অভিযোগ পাওয়া যাচ্ছে কতিপয় অসাধু ব্যক্তি টিআইবি’র লগো এবং কর্মচারীদের নাম ব্যবহার করে বিভিন্ন মিথ্যা ও সাজানো লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছে, যা সম্পূর্ণ অবৈধ।

 

টিআইবি-সনাক এর সব ধরণের প্রচার পত্র, লিফলেট এবং ভাজপত্র সম্পূর্ণ বিনামূল্যে জনসচেতনতার লক্ষ্যে বিতরণ করা হয়। প্রেস বার্তায় এ অবৈধ কার্যক্রম হতে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত