সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সেবা প্রত্যাশীদের নিয়ে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে বিভিন্ন বিষয়ে সেবার জন্য আসা সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ মনোযোগ সহকারে শুনেন পরিষদ চেয়ারম্যান বৃসষকেতু চাকমা।
এসময় পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবুল মনসুর চৌধুরী, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমাসহ গণশুনানী সংশ্লিষ্ট পরিষদের হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আসা সেবা প্রত্যাশীরা পরিষদের সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় চেয়ারম্যানের গোচরে আনেন এবং এর যথাযথ প্রতিকার আশা করেন।
পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সেবা প্রত্যাশীদের অভিযোগ সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং পরিষদের কার্যক্রমকে গণমুখী এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালনার জন্য ভবিষ্যতেও গণশুনানী কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.