বোরো মৌসুমে কাপ্তাই হ্রদের পানি না কমানোর প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ ও স্মারকলিপি

Published: 15 Feb 2016   Monday   

বোরো মৌসুমে কাপ্তাই হ্রদের পানি যথাসময়ে না কমানোর  প্রতিবাদে সোমবার রাঙামাটির নানিয়ারচরে বিক্ষোভ-সমাবেশ ও  প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় কৃষকরা।

 

জলে ভাসা কৃষক ব্যানারে অয়োজিত নানিয়ারচর উপজেলা কার্যালয়ে পাশে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ২নং নানিয়ারচর ইউপি’র চেয়ারম্যান বিনয় কৃঞ্চ চাকমার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ১নং সাবেক্ষং ইউপির  চেয়ারম্যান সুগম চাকমা।  অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, ৩নং বুড়িঘাট ইউপি’র  চেয়ারম্যান প্রমোদ বিকাশ খীসা, পাহাড়ী ছাত্র পরিষদ  নেতা রুপম চাকমা। সমাবেশে  শেষে  উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।  সমাবেশে জলেভাসা কৃষক-কৃষানীরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

 

সমাবেশের আগে একটি বিক্ষোভ-মিছিল উপজেলা পরিষদ কার্যালয় মাঠ  থেকে  শুরু হয়ে নানিয়ারচর বাজার প্রদক্ষিণ করে আবারও উপজেলা কার্যালয়ে পাশে  সমাবেশ  করা হয়।

 

সমাবেশে বক্তারা  কাপ্তাই হ্রদের পানি যথাসময়ে না কমানোর ফলে  বোরো মৌসুমের ধান  রোপণ করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ক্ষতিগ্রস্থ জলেভাসা জমির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ  ও জলেভাসা জমির মালিকদের সাথে আলোচনার করে হ্রদের পানির স্তর বাড়ানো-কমানোর সুনির্দিষ্ট নীতিমালা তৈরীসহ চার দফা দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দালনের যাওয়ার হুশিয়ারী উচ্চারন করেন বক্তারা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত