শীতার্থদের পাশে বান্দরবান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিস

Published: 15 Feb 2016   Monday   

বান্দরবান পৌর শহরের অসহায় দুস্থ মানুষের মধ্যে সোমবার শীতবস্ত্র বিতরণ করেছে বান্দরবান চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিস।

 

শহরের মুক্তমঞ্চে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো:মাহবুবুল আলম । পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান চেম্বার ও কমার্সের সভাপতি ক্য শৈ হ্লার সভাপতিত্বে এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্রগ্রাম চেম্বার ও কমার্সের পরিচালক এম এ মোতালেব, অরিদ সিকদার চৌধুরী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ প্রমুখ।

 

অনুষ্ঠানে জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দুই শতাধিক হতদরিদ্র নারী পুরুষের হাতে শীতের কম্বল তুলে দেন অতিথিরা।

 

পরে স্থানীয় একটি হোটেলে বান্দরবান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে এক মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয় । এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির  সহ- সভাপতি মো:শফিকুর রহমান , উইমেন চেম্বার বান্দরবানের সভানেত্রী লালচানি লুসাই, চট্রগ্রাম চেম্বার ও কমার্সের পরিচালক এম এ মোতালেব, অরিদ সিকদার চৌধুরী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশসহ প্রমুখ ।

 

অনুষ্ঠান শেষে বান্দরবান ক্ষুদ্র নৃ- গোষ্টির সাংস্কৃতিক ইনিষ্টিটিউটের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

এসময় বক্তারা পার্বত্য এলাকার অফুরন্ত সম্পদকে কাজে লাগিয়ে আধুনিক ও পর্যটনবান্ধব শহর হিসেবে বান্দরবানকে রুপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করেন। নানান সমস্যার মধ্যে ও সম্প্রীতির বান্দরবানের উন্নয়নে চেম্বার ও কমার্সের অপরিসীম দায়িত্ব ও কর্তব্যের কথা তুলে ধরেন আয়োজকেরা।

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান চেম্বার ও কমার্সের সভাপতি ক্য শৈ হ্লা বলেন, পার্বত্য জেলাগুলো চেম্বার ওকমার্স ইন্ডাষ্ট্রি ,উইমেন চেম্বার ও ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে । শীতবস্ত্র বিতরণ , সেলাই মেশিন বিতরণ ও ড্রাইভিং প্রশিক্ষণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই সংগঠনটি । তিনি আরো বলেন ,আগামী এ সংগঠন  এলাকার উন্নয়নে আরো বিপুল ভুমিকা রাখবে।

 

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো:মাহবুবুল আলম বলেন, বান্দরবানসহ তিন পার্বত্য জেলা হল বাংলাদেশের প্রাণ । পৃথিবীর কয়েকটি উল্ল্খেযোগ্য দেশে ভ্রমনের পাশাপাশি পার্বত্য জেলাগুলোতে ভ্রমনে দিন দিন পর্যটকদের আকষর্ণ বাড়ছে । এখানকার উৎপাদিত ফল থেকে সকল দ্রব্য যাতে সহজেই দেশের সব জায়গায় পৌছে দিতে পারে সেজন্য বান্দরবান চেম্বার ও কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের দায়িত্ব অনেক বেশী ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত