রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

Published: 09 Dec 2014   Tuesday   

সরকারী-বেসরকারী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসন সন্মেলন কক্ষে সকােেলর দিকে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায়  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মায়াধন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম ও রাঙামাটি মেডিকেল কলেজে অধ্যক্ষ ডা. টিপু সুলতান। বক্তব্যে দেন দুর্নীতি কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদ কামাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর কামাল প্রমুখ। এর আগে জেলা প্রশাসন কার্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন ছাড়াও র‌্যালী বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শুরু করে শহরের বনরুপা পেট্রোল পাম্প চত্বর ঘুরে গিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে শেষ হয়।অপরদিকে, ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি(সনাক) জেলা শাখার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু করে জেলা পরিষদ কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ সন্মেলন কক্ষে  আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাকের সহ-সভাপমি সুস্মিতা চাকমা।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ জাহেদ কালাম,  বাংলাদেশ মহিলা পরিষদ সভাপতি কণিকা বড়ুয়া, প্রেস ক্লাব সভাপতি সুনীল কান্তি দে এবং সিসিডিআর প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার বড়ুয়া ।শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি মোহম্মদ আলী ও ইয়েস দলনেতা সুশীল কান্তি চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন  সনাক সদস্য ললিত সি চাকমা। মুক্তি যুদ্ধে যাহারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।বক্তারা দুর্নীতি প্রতিরোধ করতে হলে জনসচেতনা বাড়ানোর গুরুত্বারোপ করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত