মুক্তিযোদ্ধাদের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানে বর্তমান সরকার আন্তরিক-বান্দরবান জেলা প্রশাসক

Published: 09 Feb 2016   Tuesday   

বান্দরবানের নবাগত জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান হিসেবে বর্তমান সরকার তাদের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি বলেন জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের কারনে দেশ স্বাধীনতা লাভ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে।

 

মঙ্গলবার  জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায়  জেলা প্রশাসক এসব কথা বলেন।

 

জেলা প্রশাসক আরও বলেন দেশের এ শ্রেষ্ঠ সন্তানদের অর্থনৈতিক উন্নয়নের জন্য জেলায় জেলায় বহুতল বানিজ্যিক প্রতিষ্ঠান তৈরী করার কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এই বহুতল বানিজ্যিক ভবন নির্মানের কাজ বান্দরবানে ও অতিসহসাই শুরু করা হবে। তিনি এ ব্যপারে সকল মুক্তিযোদ্ধাদের সহযোগীতা কামনা করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবু জাফর।

 

বক্তব্য রাখেন সাবেক যুগ্ন সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল ওয়াহাব,বীর মুক্তিযোদ্ধা পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা  কেপ্টেন (অবঃ) আবদুল মোনায়েম চৌধুরী, সেলিম আহমেদ চৌধুরী, সত্যেন্দ্র মজুমদার, আবদুল জলিল, আলী আকবর ভুঞা,বাবুল দাশ গুপ্ত,রামধন নাথ, মনির আহমেদ,আবুল হোসেন মাষ্টার, কবির আহমেদ,আবুল বশর পাটোয়ারী প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত