রাঙামাটিতে শিক্ষা কেন্দ্রসমূহে স্থায়িত্বশীলতা বিষয়ক র্কাযক্রম অগ্রগতি পর্যালোচনা মতবিনিময় সভা

Published: 02 Feb 2016   Tuesday   

মঙ্গলবার  রাঙামাটিতে শিক্ষা কেন্দ্রসমূহে স্থায়িত্বশীলতা বিষয়ক র্কাযক্রম অগ্রগতি পর্যালোচনা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সেভ দ্যা চিলড্রেন-এর আর্থিক সহায়তায় আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অরুন কান্তি চাকমা।আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এর নির্বাহী পরিচালক জনাব বিপ্লব চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কমকতা জনাব ত্রিরতন চাকমা।

 

রাঙামাটি সদর ও কাউখালী উপজেলা থেকে ১০টি শিক্ষাকেন্দ্রের প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা কাযক্রম সংশ্লিষ্ট বিভিন্ন এনজিও-এর প্রতিনিধি উক্ত সভায় অংশগ্রহণ করেন।

 

সভায় গত ২০১৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে রাঙামাটি সদর ও কাউখালী উপজেলায় শিক্ষা কেন্দ্র সমূহ স্থায়িত্বশীলতা বিষয়ক অনুষ্ঠিত কমশালায় গ্রীহিত কর্ম-পরিকল্পনা সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত