বান্দরবানের বাইশারীতে চট্টগ্রাম থেকে প্রকাশিত একমাত্র ট্যাবলয়েড দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকার শুভ যাত্রা উপলক্ষে সোমবার র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যলয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বাইশারী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করার পর একই স্থানে শেষ হয়। বর্ণ্যাঢ র্যালীতে বান্দরবান জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আলম, বাইশারী কৃষি ব্যাংক কর্মকর্তা আনোয়ার কামাল, সাংবাদিক আব্দুল হামিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহিম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আলম, উচ্চ বিদ্যালয় শিক্ষক মোঃ লতিফ, বিশিষ্টজন মোঃ আলম, মমতাজ আহমদ, ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল কবির রাশেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনতা, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।
এছাড়া র্যালীত্তোর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকার বাইশারী প্রতিনিধি মুফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তরা বলেন, বিজয়ের চ্যালেঞ্জ নিয়ে শুভ যাত্রা করা চট্টগ্রামের একমাত্র ট্যাবলয়েড দৈনিক প্রিয় চট্টগ্রাম সফলতার সাথে কাজ করে পার্বত্য অঞ্চলের অবহেলিত জনপদ রাবার শিল্প নগরী বাইশারীর আপামর জনসাধারণের হৃদয় জয় করে নিবে। কোন বাঁধা বা চাপের মুখে মাথা নত করবে না।
এ সময় বক্তারা দৈনিক প্রিয় চট্টগ্রামের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। আলোচনা সভা শেষে দৈনিক প্রিয় চট্টগ্রাম পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।
অপরদিকে পৃথকভাবে দৈনিক সাঙ্গু পত্রিকার ৬ষ্ট বর্ষপূর্তি উপলক্ষ্যে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাইশারী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদের নেতৃত্বে সকাল ১১ টায় বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যলয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বাইশারী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করার পর একই স্থানে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র্যালীতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনতা, স্কুল পড়–য়া শত শত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.