কর ব্যবস্থা সুশাসন ও জাতীয় বাজেটের গনতন্ত্রায়ন শীর্ষক আলোচনা সভা শনিবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে গনতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাজে আন্দোলনের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা ইবনুল হাসান পাভেল।আলোচক ছিলেন এ্যাডভোকেট সুস্মিতা চাকমা ও রাঙামাটি চেম্বার অফ কমার্সের সচিব আবুল কাশেম। স্বাগত বক্তব্যে রাখেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের জেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ আলী।এর আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ নেন।আলোচনা সভায় বক্তারা, পার্বত্য অঞ্চলে আদিবাসী জনগণের প্রয়োজনীয় তুলনায় বাজেট বরাদ্দ কম। তাই জেলা ভিত্তিক সুষমবন্ধন বাজেট বরাদ্দ দিতে হবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে বাজেট বৃদ্ধি করার দাবি জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.