শনিবার খাগড়াছড়িতে খাগড়াপুরস্থ খাগড়াপুর চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিডি ৫১৬ কর্তৃক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।খাগড়াপুরস্থ খাগড়াপুর চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াপুর চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের ব্যবস্থাপনা পরিচালক রন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আ: রব রাজা, খাগড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবাস ত্রিপুরা, প্রজেক্ট চেয়ারমান প্রবীর ত্রিপুরা, অভিভাবক বিপ্লব কান্তি ত্রিপুরা, ক্রাজাইপ্রু মারমা, প্রজেক্ট সদস্য অনন্ত ত্রিপুরা, অনন্ত ত্রিপুরা. সুধাকর কার্বারী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন নৃত্য শিক্ষক রত্না ত্রিপুরার সঞ্চালনায়। এসময় উপস্থিত ছিলেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা সহধর্মিনী মিসেস মল্লিকা ত্রিপুরা ও একান্ত সহকারী খগেন ত্রিপুরা।অনুষ্ঠানে প্রজেক্টের আওতাধীন ৩৭০জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ সহ নানা উপহার প্রদান করা হয়। এছাড়া বিকালে নিজস্ব সংস্কৃতিতে সাজানো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা শিশুরা কেন লেখাপড়ায় অমনযোগী হচ্ছে তা প্রথম চিহ্নিত করে অভিভাবক, স্ব-স্ব স্কুল শিক্ষক, সচেতন মহল ও সরকারের যৌথ মিশন অব্যাহত রাখার আহবান। তিনি এ ধরনের যৌথ মিশন অব্যাহত রাখলে আগামীতে প্রাথমিক স্তুর হতে ঝড়ে পড়ার সংখ্যা যেভাবে কমে আসবে, তেমনি একটি শিক্ষিত জাতি গঠনে সহায়ক হবে বলে মন্তব্য করেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.