বৃহস্পতিবার রাঙামাটিতে ন্যায় বিচার ফোরাম সদস্যদের নিয়ে তথ্যানুসন্ধান বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা সাস-এর সন্মেলন কক্ষে আয়োজিত বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাষ্ট) এর উদ্যোগে ও কমিউনিটি লিগ্যাল সার্ভিসের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন সাবেক উপ সচিব প্রকৃতি রঞ্জন চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন ব্লাষ্ট-এর রাঙামাটি ইউনিটের প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান।
প্রশিক্ষণ কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্য তদন্ত, অনুসন্ধান ও তথ্যানুসন্ধান এর ধারনা এবং তথ্যানুসন্ধানের গুরুত্ব ও নীতিমালার উপর উপস্থাপনা করেন ব্লাষ্ট রাঙামাটি ইউনিটের কর্মকর্তা রাঙাবি তংচংগ্য। এছাড়া একটি ভাল তথ্যানুসন্ধান প্রতিবেদন লেখা এবং প্রতিবেদনের ব্যবহার সম্পর্কের উপস্থাপনা করেন এ্যাডভোকেট কক্সি তালুকদার। দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মানবধিকার কর্মী, আইনজীবি, সাংবাদিকরা অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় মানবধিকার ও মানবধিকার লংঘন সম্পর্কে ব্যাখা, তদন্ত, অনুসন্ধান ও তথ্যানুসন্ধানের সংজ্ঞা, পার্থক্য, তথ্যানুসন্ধানের গুরুত্ব ও নীতিমালা সম্পর্কে ব্যাখা, তথ্যানুসন্ধানের মৌলিক ধাপগুলোর ব্যাখা, তথ্যানুসন্ধানের সাক্ষাৎকার পদ্ধতি ও সাক্ষাৎকারের জন্য করনীয় সম্পর্কে ব্যাখা এবং একটি ভাল তথ্যানুসন্ধান প্রতিবেদন লেখা এবং প্রতিবেদনের ব্যবহার সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.