রাঙামাটিতে এনজিও কার্যক্রম তত্বাবধান ও মূল্যায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা

Published: 27 Jan 2015   Tuesday   

রাঙামাটির বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার(এনজিও) কার্যক্রম তত্বাবধান ও মূল্যায়ন সংক্রান্ত জেলা কমিটির সভায় মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।রাঙামাটি পার্বত্যজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য স্নেহ কুমার চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেন, ইউএনডিপি-সিএইচটিডিএফ এর শিক্ষা কর্মকর্তা শ্যামল চাকমাসহ জেলার এনজিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-ইউএনডিপি-সিএইচটিডিএফ এর প্রকল্প কর্মকর্তা অর্নব চাকমা।সভায় আশিকা মানবিক উন্নয়ণ কেন্দ্র ও স্পেস প্রজেক্টরের মাধ্যমে তাদের প্রকল্পের কার্যক্রমগুলোর উপস্থাপন করেন। এছাড়া উপস্থিত এনজিও কর্মকর্তারা তাদের স্ব-স্ব প্রকল্পের কার্যক্রমগুলো তুলে ধরেন।সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, এনজিও হওয়ার ফলে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী উন্নয়ণ প্রতিষ্ঠানগুলোও আত্নকর্মসংস্থানসৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে দেশের মানুষের কল্যানে কাজ করছে। এ ধারা অব্যহত থাকলে দেশ অনেক দুরে এগিয়ে যাবে।তিনি আরও বলেন,জাতীয় পর্যায়ের টেকনোলজির সাথে তাল মিলিয়ে আমাদের এখানকার বসবাসরত মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের উন্নয়নে যে কাজগুলো এনজিওরা করছে তা সমাজের বিত্তবানদের চোখেও পড়তে হবে। কারণ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বিত্তবানদেরও দরিদ্রদের ভাগ্য উন্নয়নে এগিয়ে আসতে হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত