বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি’র ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।
এসময় রাঙামাটি ডিজিএফআইয়ের অধিনায়ক কর্ণেল এমদাদ উল্লাহ ভূঁইয়া, রাঙামাটি জেলা প্রসাশকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান, রাঙামাটি পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহিদ উল্লাহ, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি জেলা পরিষদের সদস্য, অংসুই প্রু চৌধুরী, সদস্য অমিত চাকমা রাজু, সদস্য জেবুন্নেছা রহিম, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি’র সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বড়–য়াসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন এশিয়ান টিভি প্রতিনিধি আলমগীর মানিক। অনুষ্ঠানে প্রধান অথিতি কেক কেটে রাঙামাটিতে এশিয়ান টিভির বর্ষপুতি উদ্ধোধন করেন।
আলোচনা সভায় অতিথিরা এশিয়ান টিভির বিনোদনধর্মী অনুষ্ঠানমালা প্রচারের প্রশংসা করার পাশাপাশি এশিয়ান টিভিতে প্রচারিত সংবাদের সময় আরো বৃদ্ধি করে পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি কালচার উন্নয়ন-সম্মৃদ্ধি আরো বেশি করে প্রচার করার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.